ছড়া

কৃষ্ণচূড়া

এম এ রহমান

দিন যেমন বদলের, তেমন বাদলেরও

অবিরাম বর্ষণে অবগাহন করে

আমি সজীব, সরস, প্রাণবন্ত

আর দৃশ্যমান চতুর্দিকে অফুরন্ত

সবুজের মাঝে আমি উজ্জ্বল উচ্ছ্বল

দুরন্ত মোহনীয় একেবারেই ভিন্ন।

রাতের তারকার মতো আকর্ষণীয় দিবাভাগে

রূপবতী রমণীর চেয়েও লোভনীয় সর্বজনে

আমি হিমালয় বুকে সূর্যের আভায় রক্তিম কাঞ্চনজঙ্ঘা।

অমাবশ্যার অন্ধকারে এক ঝাক জলন্ত জোনাকি

আমি প্রকৃতির রাণী

আমি লাল টুকটুকে কৃষ্ণচূড়া!

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment