চাকুরিটা ছকে বাঁধা স্কেলে বাঁধা মাইনে
ভাবছেন চলছি খুব কষে, টাইনে?
আরে না না, কী যে কন! আছি ঠিক লাইনে
জীবনটা ঝকঝকে ঠিকঠাক শাইনে
যদিও বা হাত বাঁধা এই সেই আইনে।
প্লট আছে গোটা বিশ, কিছু দেয়া বায়না
এই নিয়ে লোকেদের মাথা ব্যাথা যায় না
মোটে দুটি ফ্ল্যাট আছে এমেরিকা শহরে
এই নিয়ে কত কথা তোমরা যে কহ রে!!
একটাই বাড়ি আছে, ঐখানে, কানাডায়
থাকতে কি পারত না, একখানা গ্রানাডায়?
জমিজমা নেই ভাই, মোটে এক রত্তি
যাই আছে, ওর নামে, একদম সত্যি।
একটাই গাড়ি ভাই, নিজ-নাম-সূত্রে
আর যাই আছে সব, জায়া-মেয়ে-পুত্রে
মেঘ বুঝে ছাতা ধরি জল-কাদা পাইনে
বুঝে নেন বুঝে নেন, আছি ঠিক লাইনে!
যাই হাওয়া বদলে ব্যাংকক পোখারা
কায়রো তাসখন্দ পেট্রা ও বুখারা
যাই চলে ম্যানিলা, কুনমিং, বালিতে
তবু কেন আলো নেই? ঢেকে আছি কালিতে!
-জুলাই ২০২২
আপনার মন্তব্য লিখুন