কবিতা

আমার নও তুমি || জহির রায়হান

অনেক করে বাসতে ভালো

চেয়েছিলেম তোমায় আমি

হৃদয় চিঁড়ে দেখতে পারো

তোমার নামের প্রেমের জমি।

 

তোমার ঘরের সমুখ-দরজা

আমি কেবল বন্ধ পাই

অন্য কারও জন্য থাকে

পেছন-দরজা খোলা-ই।

 

হেথা নাকি প্রতিদিনই

আনাগোনা চলে তার

অপেক্ষারই প্রহর গুনে

স্বপ্ন বোনো তুমি যার।

 

তোমায় নিয়ে স্বপ্ন দেখে

রাত জেগেছি কত,আর

স্বপ্নরাণী ছিলে তুমি,

তুমিই ছিলে প্রেম আমার।

 

সেই তুমিই প্রেমে মত্ত

অন্য কারও যদি হও

কেমন করে বলি তুমি

আমার ছিলে?আমার নও।

 

 

যাত্রাবাড়ী,ঢাকা