এসো মুষ্টিবদ্ধ করি,
রোহিঙ্গাদের সূত্র ধরি।
প্রতিবাদী কণ্ঠ তুলি,
বৌদ্ধ খুনির উড়াই খুলি।
পথে ঘাটে মারছে ওরা,
পূর্ণ করছে পাপের ঘড়া।
এমন সময় বিশ্ব বাসী,
হাসছে দেখো রুক্ষ হাসি।
মুসলিম মারছে কত শত,
মানবতা হচ্ছে ক্ষত।
উপায় তো আর নেই যে কোন,
সময় অল্প ভাই হে শোনো।
তুলে ধর এ তরবারি,
চল ওদের ধ্বংস করি।
আপনার মন্তব্য লিখুন