কবিতা

একটি ঝুম বৃষ্টির গল্প : জাহীদ হোসেন

কালো মেঘের বাড়ছে আনাগোনা
আকাশটা আজ বড়োই অচেনা,
ছুটছে মানুষ নিজের ঘরের পানে
মেঘের গতি বাড়ছে ক্ষণে ক্ষণে।

আজ আষাঢ়ের প্রলয় নৃত্য খেলা
হঠাৎ বৃষ্টি, কালো মেঘের ভেলা,
মেঘে মাঝে আলোর ঝনঝনানী
বাজটা যেনো লাগছে বোমাবাজি।

এ যে প্রকৃতির এক আজব লীলাখেলা
যেনো, অবুঝ শিশু কাঁদছে সারাবেলা,
ফেলে আসা সেই সে হরিণ চোখ
উদাসী মনে কাঁপছে আমার বুক।

এমন দিনে তারেই ভাল লাগে
না বলা কথা হঠাৎ প্রাণে জাগে,
মনে পড়ে তার বৃষ্টি ভেজা গা
আমার চোখে প্রথম ভাললাগা।

সূর্য কিরণ নেইকো কোনো খানে
কালো মেঘে গগন ঢেকে আছে,
এমন দিনেও হয়নি বলা তারে
‘ভালবাসি’, ভালবাসি যারে।