কবিতা

ঈশ্বরের ব্যর্থতার সাক্ষী : জাহীদ হোসেন

আকাশ জুড়ে গুমোট মেঘের আনাগোনা
দূর সাগরে সাইক্লোনের অশনি সঙ্কেত,
বিপদ সঙ্কেত বাড়ছে আরও দ্রুত,
আমি মধ্য সাগরে ঢেউয়ের সাথে যুদ্ধরত নাবিক একলা। এ যেনো ঈশ্বরের সাথে মল্লযুদ্ধ।

আমি হেরেছি, হারিয়েছি তোমার প্রতি আমার আত্মবিশ্বাস, আজ আমার বাঁচা-মরার লড়াই!
কোনো ধংসের নয়, শুধু টিকে থাকার লড়াই,
মহা সংকটে আজ মানবের অস্তিত্বের লড়াই
মানুষরূপি দানব বিশ্বজুড়ে করছে বড়াই।

আমি জানি ঈশ্বরের এ খেলা শেষ হবেনা শীঘ্র
আজ ফিলিস্তিন কাঁদে ঈশ্বরের কাছে!
আজ সিরিয়া কাঁদে ঈশ্বরের কাছে!
আজ ইউক্রেন কাঁদে ঈশ্বরের কাছে!
তাহলে কী ঈশ্বর মানুষের কান্নাই ভালোবাসে!

আমার দু’চোখে আজ হিরোশিমা-নাগাসাকির নিস্তব্ধতা। মানুষের বাঁচার ব্যাকুলতা!
জনা সাতেক লোক সাতশো কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রা! এ এক আজব সভ্যতা!
মানুষ আর অমানুষের ডুব-সাঁতারের খেলা!

এভাবে কী মানবতা হারিয়ে যাবে চোরাস্রোতে!
একটা পঙ্গু পৃথিবীর গল্প কেনো ইতিহাস হবে!
এর চেয়ে শিংগায় জোরে একটা ফুঁ দাও ঈশ্বর
তোমার এক ফুঁ-এ ধ্বংস হোক সারা পৃথিবী
আমরা হয়ে যাবো তোমার ব্যর্থতার সাক্ষী।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment