ছড়া

ইলিশ মাছ || শফিকুল ইসলাম শফিক

ঝাঁ‌কে ঝাঁ‌কে জে‌লের জা‌লে
পড়‌ছে ইলিশ ধরা
বড় বড় বাজার এখন
ই‌লিশ মা‌ছে ভরা।

কেউবা শুধু চোখেই দে‌খে
নেই‌তো টাকা কড়ি
কেউবা আবার নিত্যদিন-ই
খাচ্ছে আয়েশ করি।

ই‌চ্ছে হ‌লেই কিন‌ছে ধনী
খ‌া‌চ্ছে মা‌ছের মাথা
হয় য‌দিও মূল্য বে‌শি
পায় না তা‌তে ব্যথা।

গ‌রিব শ্র‌মিক প‌রিশ্র‌মে
ঝর‌ছে কত ঘামও
পারব‌ে খে‌তে অ‌নেক লো‌কে
কম‌লে একটু দামও।

কনইল, ভীমপুর, নওগাঁ।