ফেসবুক স্ট্যাটাস

ইমোশন | সাঈদ জুবরি

আমার চামড়ায় ক্ষুর বসাইয়া হাড় অব্দি চইলা আসলাম, দেখি যে- মাংস, চর্বি… আর যা যা থাকে মানবশরীর গঠনের শর্তে; সেইসবের কিচ্ছুটি নাই- কেবল ইমোশন। ইমোশন দিয়া গঠিত এই আমার শরীর, দেখো মাংস চর্বি, অস্তি, মজ্জা… আর কিছু নাই…।
ভাত, রুটি, তরকারি… ফল টল বা চা-বিড়ি, হালকাসে নেশা-পতি… এইসব যে কই যায়, কিসুই লাগে না গায়… ইমোশনে ইমোশনে আমি হুগায়া যাই…। মাথার খুলি ফাটায়া সেলফি স্ট্যান্ড দিয়া ছবি তুইলা দেখসি- মাথার ভিত্রেও নাই কোন ব্রেইন, বুদ্ধির কম্পনাঙ্ক… প্রতিভা কিংবা বিষয়বাসনা, মাথার ভিতর খালি ইমোশন, থকথক করে, বৃষ্টিতে ভাসা শহরের গলিপথের মতোন ঘৃণিত মনে হয়… নিজেকে।
ইমোশনে গঠিত শরীরে রাগ আসে জ্বরের মতোন কাঁপিয়ে- রাগে এবার রক্তের নালী কেঁটে ফেলি- আর আমাকে উপহাস করে, ইমোশনালি আরও বেশি ইমোশনাল করে তুলে- রক্তের নালী কেঁটে, ফিনকি দিয়ে বেরিয়ে আসা আবেগ, ছড়িয়ে পড়তেছে স্যাঁতস্যাতে…।
 
ফেসবুক পোস্ট: July 7_2017