কবিতা

আমায় নিয়ে || হাসান মাসুদ

কোন একদিন,
অলস দুপুর, সন্ধ্যা সাঁঝে,
হৃদয় মাঝে পদ্ম হয়ে,
ভাসব আমি,
সেদিন, খুব ভাববে তুমি আমায় নিয়ে ।

কোন একদিন,
সাজবে তুমি, এমন সাজে, আলতা পায়ে, খোলা চুলে, মাটির দুলে, মেহেদী দিয়ে, রঙিন হয়ে !
দেখব আমি !
সেদিন, খুব ভাববে তুমি আমায় নিয়ে !

কোন একদিন,
বুক ভরা কষ্ট নিয়ে,
থাকবে চেয়ে,
খুঁজবে তুমি হন্যে হয়ে,
আবার আসবো !
সেদিন, খুব ভাববে তুমি আমায় নিয়ে !

কোন একদিন,
বলবে কথা মনে মনে আকুল হয়ে,
দেখতে চাইবে ব্যাকুল হয়ে,
সেদিন, খুঁজো আমায়,
আকাশের কোন তারায় তারায়,
সেদিন, খুব কাঁদবে তুমি আমায় নিয়ে !